DVC (Photo Credit: Wikipedia)

কলকাতা, ৫ অক্টোবর:  একটানা বর্ষণ শুরু হয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার ডিভিসি থেকে জল ছাড়া শুরু হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার জেরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়ায়। উদয়নারায়ণপুরের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি ডিভিসি ১ লক্ষ কিউসেকের বেশি জল ইতিমধ্যেই ছেড়েছে বলে খবর। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে অনুমান। ফলে তার আগে পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন:  West Bengal Rain: কেলেঘাই নদীর জলে আতঙ্ক, পূর্ব মেদিনীপুরে জল ঢুকছে হু হু করে, দেখুন

বুধবার সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে আসে। তিস্তা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। ফলে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়েও জারি করা হয়েছে সতর্কতা। তবে জলপাইগুড়িতেও জল ঢুকতে শুরু করেছে। জলপাইগুড়ির বহু এলাকা ইতিমধ্যেই তিস্তার জলে প্লাবিত। ফলে সমতলের মানুষের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক।