Anubrata Mondal(Photo Credit: Facebook)

বোলপুর, ২ মার্চ:  পুরভোটে (West Bengal Municipal Elections Result) দিদি ঝড়ে বিরোধীরা একেবারে বিপর্যস্ত। বীরভূমে তৃণমূলের জয়জয়কার। একটি আসন শুধু পেয়েছেন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক।বাকি সবই তৃণমূলের দখলে। পুরভোটের আগে সিউড়ির ১৫টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল কমগ্রেস। বাকি ছয়টি আসনে ভোট হয়েছিল। এদিন ফল বেরতেই দেখা গেল সিউড়িতে জয়ী তৃণমূল কংগ্রেস। সাঁইথিয়া পুরসভার ১৬ টি আসনে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। দুবরাজপুরে ১৬ টি ওয়ার্ডের মধ্যে ভোটের আগেই ১১টিতে জয়ী তৃণমূল কংগ্রেস। ভোটের ফল বেরলে দেখা গেল বাকি ৫টিতেও জয়ী শাসকদল। আরও পড়ুন -West Bengal Municipal Elections Result Live: পুরভোটে দিদি ঝড়ে বিপর্যস্ত বিরোধীরা, দার্জিলিং পুরসভায় জয়ী হামরো পার্টি

একইভাবে বোলপুর পুরসভার ১০ টি ওয়ার্ডে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল হল। আর এদিনের ফল ঘোষণায় দেখা গেল ২২ টি ওয়ার্ডের মধ্যে পড়ে থাকা ১২টি ওয়ার্ড তৃণমূলের দখলে গেছে। বোলপুরে অনুব্রত গড়ে খাতা খুলতে পারেনি বিজেপি।

শুধু রামপুরহাট পুরসভার ১ টি ওয়ার্ড তৃণমূলের হাতছাড়া হয়ে বামেদের দখলে গেছে। ভোটের আগে পাঁচটি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্বিতায় জিতে যায় শাসকদল। আর আজ ১৩ টি ওয়ার্ডের ফলাফলে ১২ টি জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস।