কলকাতা, বহরমপুর, ২৯ ডিসেম্বর: প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে বলে জানা গিয়েছে। সাগরদিঘির বিধায়ক-মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোক রাজ্যের সব সরকারি দফতরে বেলা ২টোর পর ছুটি ঘোষণা করা
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সকাল সাড়ে দশটা নাগাদ সুব্রত সাহাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করাা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে শুরুতেই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করা হয়। তার কিছুক্ষণ পর দুপুর ১১টা নাগাদ তিনি প্রয়াত হন, বলে জানানো হয়েছে। আরও পড়ুন-কেমন আছেন প্রধানমন্ত্রীর মা
দেখুন টুইট
It is with great grief that I condole the death of my colleague, compatriot and MoS Subrata Saha.
His unwavering commitment to people of Bengal will never be forgotten.
I pray his soul rests in peace, may his family find strength in this time of grief.
— Mamata Banerjee (@MamataOfficial) December 29, 2022
মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুব্রত সাহা মুর্শিদাবাদ জেলায় দলের বড় ভরসা ছিলেন। প্রশাসনিক কাজেও তাঁর দক্ষতার কথা বিভিন্ন সময় বলেন মমতা। টানা তিনবার সাগরদিঘি থেকে জেতেন তিনি। ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতা এলেও মুর্শিদাবাদ থেকে তৃণমূল মাত্র একটি আসনেই জয়ী হয়েছিল। সেটা জিতেছিলেন সুব্রত সাহাই।