কলকাতা: কয়েকদিন আগেই জাতীয় দলের (National party status) তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই বিষয়টি নিয়ে বিরোধীরা যখন পশ্চিমবঙ্গের শাসকদলকে কটাক্ষ করছে তার মাঝেই একটি জনসভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Nandigram's BJP MLA) ও বিধানসভার বিরোধী দলনেতা (LoP West Bengal Assembly) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানান, পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union HM Amit Shah) ফোন করে ২০২৪ সালের লোকসভা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা বজায় (retained) রাখার জন্য অনুরোধ করেছেন। যদিও তাতে সাড়া দেননি অমিত শাহ।
শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। তাদের মুখপাত্র কুণাল ঘোষ থেকে শুরু করে বিধায়ক তাপস রায় এই মন্তব্যের জন্য রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। বলেন, "ওরা আমার বিরুদ্ধে আদালতে (court) যাক। পশ্চিমবঙ্গে দুটো রাজ্য (state parties) বা আঞ্চলিক দল রয়েছে, তারা হল তৃণমূল কংগ্রেস (TMC) ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (All India Forward Bloc)। তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের তকমা চলে গেছে।" আরও পড়ুন: Heatwave: তাপপ্রবাহ অব্যাহত, ২১ এপ্রিল পর্যন্ত লু বইবে দুই ২৪ পরগনা, কলকাতা-সহ এই জেলাগুলিতে
They (TMC) should go to court against me...There are two state parties in West Bengal - TMC & All India Forward Bloc. TMC's (national party) status is gone: Suvendu Adhikari, LoP West Bengal Assembly over his alleged statement that CM Mamata Banerjee called Union HM asking if… pic.twitter.com/xp1mc2u5FL
— ANI (@ANI) April 20, 2023