দিল্লি, ২০ এপ্রিল: পশ্চিমবঙ্গ (West Bengal), ওড়িশা (Odisha), বিহার (Bihar) এবং ঝাড়খণ্ডে তাপপ্রবাহ (Heatwave) চলবে। মৌসম ভবনের তরফে ফের জারি করা হল সতর্কতা। এসবের পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ, মধ্য এবং পূর্ব ভারত, গুজরাটের বেশ কিছু অংশ এবং মহারাষ্ট্রও পুড়বে গরমে। এই সমস্ত রাজ্যগুলিতে তাপমাত্রা ৪ থেকে ৪৪ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মৌসম ভাবনের খবর অনুযায়ী, বিহারে তীব্র দাবদাহ চলবে। ২০ এবং ২১ এপ্রিল পর্যন্ত বিহারের একাধিক এলাকায় লু বইবে বলে জানানো হয় আবহাওয়া দফতরের তরফে।
বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়েও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে ২১ এপ্রিল পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। যার মধ্যে বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় তীবর তারপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ২০ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে।
বিহার, পশ্চিমবঙ্গের মত ওড়িশা এবং ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।