কলকাতাঃ বৃহস্পতিতে (Thursday) বাংলা (West Bengal) জুড়ে দুর্যোগের ঘনঘটা। দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস (Forecast)। সেই সঙ্গেই রয়েছে কালবৈশাখীর সতর্কতা। আজ থেকে আগামী কয়েকদিন দহনজ্বালা থেকে মুক্তি রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় রয়েছে কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আজ দিনভর কোন কোন জেলায় বৃষ্টি?
দক্ষিণবঙ্গের পাশপাশি ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিও। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আজ, দিনভর আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়লেও তা অসহ্য হয়ে উঠবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত বঙ্গজুড়ে মনোরম থাকবে আবহাওয়া। সোমবার থেকে তাপমাত্রা ফের বাড়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, অর্থাৎ বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ থেকে ৯৬ শতাংশ।
বৃহস্পতিতে রাজ্যজুড়ে দুর্যোগের ঘনঘটা, জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত
Todays (1 May) Forecast: parts of Odisha, Andhra, Kerala, Tamilnadu, Karnataka, Uttrakhand, Jammu, Himachal, West Bengal and northeast India likely to experience thunderstorms. Parts f West UP, west MP , Maharashtra, Karnataka and Rajasthan will also experience mild thunderstorms… pic.twitter.com/DECBftHeTR
— 🔴All India Weather (@pkusrain) May 1, 2025