সন্দেশখালিতে মহিলাদের হেনস্থার প্রতিবাদে কলকাতায় বিজেপির তরফে যে ধর্ণা এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছিল সেই প্রতিবাদের অনুমতি দিল না কলকাতা পুলিশ(Kolkata Police)। ফেব্রুয়ারীর ২৭ তারিখ থেকে ফেব্রুয়ারীর ২৯ তারিখ পর্যন্ত সময় চাওয়া হয়েছিল বিক্ষোভের জন্য তবে তা কলকাতা পুলিশের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়।
যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যে স্থানটিকে বিক্ষোভ প্রদর্শনের জন্য চাওয়া হয়েছে সেটি সেনাবাহিনীর অধীন। এই মর্মে ইস্টার্ন কমান্ডের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছে।
যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির এক নেতা।
যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চআদালতে আপিল করবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
Kolkata Police have denied permission to the West Bengal unit of BJP to organise a marathon sit-in demonstration in Kolkata from Feb 27 to Feb 29 to protest against the alleged sexual harassment and violence against women in Sandeshkhali by some local TMC leaders. pic.twitter.com/BdHTXLETJz
— IANS (@ians_india) February 26, 2024