Exam Hall. (Photo Credits: Twitter)

২০২৪ শেষ হওয়ার আগেই আগামী বছরে জয়েন্ট পরীক্ষা কবে, তার দিনক্ষণ প্রকাশ করল রাজ্য সরকার। জানা যাচ্ছে ২০২৫-এর এপ্রিল মাসে ২৭ তারিখ অর্থাৎ রবিবার হবে পরীক্ষা। শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (West Bengal Joint Entrance Examination Board) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। জয়েন্টে বসার জন্য পরীক্ষার্থীদের আবেদন করতে হবে www.wbjeeb.nic.in বা www.wbjeeb.in ওয়েবসাইটে। যদিও সময় যত এগোবে ধীরে ধীরে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসবে বলে জানা গিয়েছে।

দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরেই পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, আর্কিটেকচার ও ফার্মেসির জন্য একটি প্রবেশিকা পরীক্ষা দেন। প্রতিবছরই এই পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে কলেজে পড়ার সুযোগ পান। ফলে এই পরীক্ষার জন্য একাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি নিতে শুরু করেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই পরীক্ষার দিন প্রকাশ্যে আনা হয়েছে। তবে কবে থেকে আবেদন করা যাবে এবং তার শেষ তারিখ কবে সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।