Representational Image (Photo Credit: Facebook)

কলকাতা, ১৭ জুন: জয়েন্টের প্রবেশিকা  পরীক্ষার মাত্র ৪৮ দিনের মধ্যে প্রকাশিত হল ফলাফল (West Bengal Joint Entrance Exam Result Declared)। এবার জয়েন্টে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীর নাম একই। প্রথম হয়েছেন বারাকপুরের  হিমাংশু শেখর। দ্বিতীয় হয়েছেন শিলিগুড়ির হিমাংশু শেখর। জয়েন্টে মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছেন সাউথ পয়েন্টের ছাত্রী জাহ্নবী শ।তিনি জয়েন্টে রাজ্যে চতুর্থ স্থানাধিকারিণী। জয়েন্টে উত্তীর্ণ প্রথম ১০ জনের মধ্য ৬ জন সিবিএসই বোর্ডের পড়ুয়া। ২ জন আইসিএসই বোর্ডের পড়ুয়া ও বাকি ২ জন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া। আরও পড়ুন-Agnipath Scheme Protest: অগ্নিপথ বিরোধিতা রুখতে সেকেন্দ্রাবাদ স্টেশনে চলল গুলি, নিহত ১ ও আহত ৩

চলতি বছরে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়েছিল গত ৩০ এপ্রিল। পরীক্ষা হয়েছিল অফলাইনে। পরীক্ষা দেন লক্ষাধিক পরীক্ষার্থী।জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পঃ মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। ইঞ্জিনিয়ারিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার।

উল্লেখ্য,  চলতি বছরে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন মোট  ৮১,৩৯৩ জন পরীক্ষার্থী। এঁদের মধ্যে রাজ্যের পড়ুয়া ছিলেন ৬২, ৯২৭ জন। পরীক্ষায় সফল হয়েছেন ৮০,১৩২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিক সংসদের ৪১,৮৩৯ জন পড়ুয়া সাফল্যের সঙ্গে জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, “১৫ অগাস্টের পর সিট ম্যাট্রিক্স মিলবে। অগাস্টের তৃতীয় সপ্তাহের শুরু হতে পারে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। সেপ্টেম্বরের শেষের দিকে কাউন্সেলিংয়ের তিনটি ধাপ সম্পন্ন হবে।”