কলকাতা,১০ জুন, ২০১৯: অমিত শাহ (Amit Shah)স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসার পর থেকেই রাজ্যের উপর চাপ বাড়তে শুরু করেছে। সন্দেশখালিতে(Sandeshkhali) ভোট-পরবর্তী হিংসায় তিন জনের মৃত্যুর ঘটনায় সেই চাপ আরও বাড়ালেন অমিত শাহ। রবিবার কড়া ভাষায় ‘অ্যাডভাইসরি’ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্যসরকার ব্যর্থ বলে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ।
এর পাল্টা জবাবে আবার তৃণমূলের (Trinomool Congress)সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি চিঠি দিয়ে অমিত শাহকে জানিয়েছেন কেন্দ্রের পদক্ষেপ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ।
এদিকে আজ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর (Keshri Nath Tripathi)সঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা। সেখানে যে রাজ্যের ভোট পরবর্তী হিংসাই আলোচিত হবে এনিয়ে কোনও সন্দেহ নেই।আরও পড়ুন, দলীয় কর্মী খুনের ঘটনার প্রতিবাদে বসিরহাটে আজ ১২ ঘণ্টার বনধ
রাজ্য সরকারের উদ্যোগ নিয়ে মোদিকে কী বিবরণ দেবেন রাজ্যপাল সেটাই এখন দেখার। কারণ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক নেই বললেই চলে। একাধিকবার রাজ্য সরকারের প্রকাশ্যে সমালোচনা করেছেন রাজ্যপাল।
অন্যদিকে রাজ্যের তরফে মুখ্যসচিব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিতে জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।