Governor At Mamata Banerjee's Kali Puja: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কালীপুজোয় সস্ত্রীক রাজ্যপাল
মমতা ব্যানার্জির প্রতীকি ছবি (Photo Credit: IANS)

কলকাতা, ২৭ অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) বাড়িতে পা রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। কালীপুজোর (kali Puja) আমন্ত্রণে সস্ত্রীক পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়ি। রবিবার সন্ধেবেলা গাড়ি থেকে নামামাত্রই মুখ্যমন্ত্রী নিজের গেটের বাইরে বেরিয়ে এসে তাঁদের আপ্যায়ণ করে নিয়ে গেলেন ঘর পর্যন্ত। রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাতের চেনা চিরাচরিত আবহ কেটে তৈরি হল নতুন অধ্যায়।

বাংলার সাংবিধানিক প্রধানের পদে বসেছেন মাত্র তিন মাস হল। তারইমধ্যে একাধিক বিষয়ে তিনি রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন। গোড়া থেকেই রাজভবন-নবান্ন সংঘাত চরমে উঠেছে। রাজ্য প্রশাসনের কাজকর্ম নিয়ে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। তেমনই তাঁর ভূমিকাতেও সমালোচনা করেছে রাজ্য প্রশাসন। এই চাপা বিক্ষোভের আবহ স্বাভাবিক করতে নিজেই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল। নিজেই প্রথমে চিঠি (Letter) লিখেছেন মুখ্যমন্ত্রীকে। ভাইফোঁটায় মমতার বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। চিঠির উত্তরও এসেছে নির্ধারিত সময়ের মধ্যে। বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত তিক্ততা শিকেয় তুলে মুখ্যমন্ত্রী জবাবি চিঠিতে রাজ্যপালকে নিজের বাড়ির কালীপুজোয় আমন্ত্রণ জানিয়েছেন। চিঠি পেয়ে খুশিও হয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর জবাব আসা মাত্রই তিনি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, সস্ত্রীক যাবেন তাঁর বাড়িতে। আরও পড়ুন: Donald Trump Celebrates Diwali: হোয়াইট হাউসে দীপাবলি পালন ডোনাল্ড ট্রাম্পের! প্রদীপ জ্বেলে সস্ত্রীক সকলকে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

কালীপুজোর সন্ধেবেলা সেই কথা তিনি রাখলেন। স্ত্রীকে নিয়ে সন্ধে ছ’টার একটু পরেই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়িতে। মুখ্যমন্ত্রীও যত্নআত্তিতে ভরিয়ে দিলেন তাঁদের। ঘুরিয়ে দেখালেন নিজের বাড়ি। পুজোস্থলেও নিয়ে গেলেন। নিজের হাতে প্রসাদ দিলেন রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে। স্বয়ং মমতার ঘরে বসেই বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা গেল তাদের। সবমিলিয়ে তাই এবছর মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো স্মরণীয় হয়ে রইল।

(সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী)