Photo Credits: ANI

কলকাতা: দার্জিলিঙের (Darjeeling) রাজভবনে (Raj Bhawan) পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) সঙ্গে দেখা করেছে ফরচুন ৫০০ কোম্পানির (Fortune 500 companies) প্রতিনিধিত্বকারী নেতৃস্থানীয় বিনিয়োগকারীদের একটি দল। বৃহস্পতিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কথা বলেন রাজ্যপাল। আরও পড়ুন: Soumendu Adhikari: সারদা চিটফান্ড মামলায় শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জরুরি তলব কাঁথি থানায়

তিনি বলেন, "ফরচুন ৫০০ কোম্পানির প্রতিনিধিত্বকারী নেতৃস্থানীয় বিনিয়োগকারীদের একটি দল দার্জিলিঙের রাজভবন পরিদর্শন করেছে। তারা ভারতে (India) বিনিয়োগ (invest) করতে খুবই আগ্রহী। আমরা তাদের পশ্চিমবঙ্গের (West Bengal) শিল্প সম্ভাবনার (industrial potential) দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছি। প্রাথমিক আলোচনা (Preliminary discussions) ইতিবাচক (positive) ছিল। আমরা তাদের শিল্প (art) ও সংস্কৃতির (culture) প্রসারে প্রকল্প গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছি। এতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।" আরও পড়ুন: Kolkata Police: টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ! BCCI, CAB ও Book My Show-র বিরুদ্ধে কলকাতা পুলিশে দায়ের FIR

দেখুন ভিডিয়ো: