Photo Credits: TW

কলকাতা: আগামী ৫ নভেম্বর কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজিত হতে চলেছে এবারের ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ (India & South Africa cricket match)। আর সেই ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারি (black-market) হচ্ছে ও সাধারণ মানুষ পাচ্ছে বলে অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশে (Kolkata Police) দায়ের হল বিসিসিআই (BCCI), সিএবি (CAB) ও বুক মাই শো (Book My Show) সংস্থার বিরুদ্ধে একটি এফআইআর (FIR)।

অভিযোগকারী পুলিশকে লিখিত ভাবে জানিয়েছেন, বিসিসিআই, সিএবি এবং বুক মাই শো-এর কিছু আধিকারিকরা তাঁদের ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে কালোবাজারিদের কাছে বিক্রি করতে সাধারণ জনগণের জন্য বরাদ্দ  টিকিটগুলির একটি বড় অংশ আলাদা করে রেখেছেন। এই অভিযোগের ভিত্তিতে আগামীকাল কলকাতা পুলিশ তাদের তরফ থেকে একজন উপযুক্ত আধিকারিক তদন্তে যোগদানের জন্য পাঠাতে নোটিস ধরিয়েছে সিএবি এবং বুক মাই শো-কে। যদিও, বিসিসিআই, সিএবি এবং বুক মাই শো এখনও অভিযোগকারীর অভিযোগের প্রতিক্রিয়া জানায়নি। আরও পড়ুন: South Africa Beat New Zealand: বিশাল জয়, নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারাল দক্ষিণ আফ্রিকা