কলকাতা, ৯ নভেম্বর: পাইলট প্রজেক্টের কাজে পুজোর আগে শুরু হলেও রাজ্যজুড়ে দুয়ারে রেশন প্রকল্প (Duare Ration Scheme) কবে শুরু হবে সেই নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় ইতি টানলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এদিন উপনির্বাচনে জয়ী চার বিধায়ক বিধানসভায় শপথ বাক্য পাঠ করেন। তাঁদের অভিনন্দন জানানোর পর রাজ্যের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তারপরই দুয়ারে রেশন প্রকল্পের কথা নিজ মুখে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বহু প্রতিক্ষিত দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্পের পাইলট শুরু হয়েছিল পুজোর আগে। সেই সময়ে বিশেষ কিছু অঞ্চলে ঐ প্রকল্পের সূচনা করে সরকার এই প্রকল্পর বিভিন্ন সমস্যা এবং কিভাবে একে আরও উন্নত করা সম্ভব সেই বিষয়ে সমস্ত পরীক্ষা চালায়। দুয়ারে রেশন প্রকল্পের বিষয়ে তিনি আরও জানান যে রাজ্য সরকারের তরফে গাড়ির ব্যাবস্থা করা হছে। সেই গাড়ির সাহায্যে রেশন নিয়ে যাওয়া হবে বিভিন্ন পাড়ায়। আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের কেবিনেটে বড় রদবদল, দিদির হাতে থাকল অর্থ, দেখে নিন কে কোন দায়িত্ব পেলেন
সেখানেই পাড়ার সব মানুষ একজায়গায় সেই গাড়ি থেকে নিজেদের রেশন নিতে পারবেন।অন্যদিকে, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার রদবদলের (West Bengal Cabinet Reshuffle) জল্পনা চলছিলই। এবার সেই জল্পনা সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেবিনেটে বড় রদবদল এলো। সবচেয়ে চর্চিত দুটি দফতর অর্থমন্ত্রক (Finance Ministry) এবং পঞ্চায়েত দফতরের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই নিয়ে জল্পনা চলছিল। এবার খোদ মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রকের দায়িত্ব নিলেন। প্রতিমন্ত্রী করা হলো চন্দ্রিমা ভট্টাচার্যকে।
অবশ্য অর্থ উপদেষ্টা করা হয়েছে অমিত মিত্রকে (Amit Mitra)। আর পঞ্চায়েত দফতরের দায়িত্ব তুলে দেওয়া হলো পুলক রায়কে। হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ আসনের তৃণমূল বিধায়ক পুলক রায় বর্তমানে রাজ্য মন্ত্রিসভার জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী।