Representational Image (Photo Credits: File Photo)

রবিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) জয়নগরে (Jaynagar) জমজমাট মেলা বসেছিল। মেলা মানেই সারি সারি দোকান। লোকজনের ভিড়। কেনাকাটা, খাওয়া দাওয়া। মেলা গুলোতে গ্যাস বেলুনের চল রয়েছে বেশ। এদিনও মেলা উপলক্ষ্যে গ্যাস বেলুন নিয়ে পৌঁছে গিয়েছিলেন এক বিক্রেতা। রাস্তার ধারে বসেছিলেন গ্যাস বেলুন বিক্রেতা। জমজমাটি গোটা এলাকা। এমন সময়ে ঘটে গেল এক অঘটন। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ (West Bengal Cylinder Blast)। মৃত্যু ৪ জনের। আহত বহু।

আরও পড়ুনঃ মুম্বইয়ের বস্তিতে বিধ্বংসী আগুন, শ্বাসরোধে মৃত্যু বালকের

সন্ধে গড়িয়ে রাত নেমেছে। মেলাতে তখনও লোকের ভিড়। রাত ১০ টা ১০ মিনিট নাগাদ হঠাৎই এক বিকট শব্দ। রাস্তার ধারে গ্যাস বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় গ্যাস বেলুন বিক্রেতার। মৃত বিক্রেতার নাম মুচিরাম মণ্ডল, বয়স ৩৫। বিস্ফোরণে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২ জন কিশোর। আবীর গাজি (৮), শাহিন মোল্লা (১৩), কুতুবউদ্দিন মিস্ত্রী (৩৫)।

আরও পড়ুনঃ শিলিগুড়ির আশ্রম পাড়ায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলছে আগুন নেভানোর কাজ

বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন জয়নগর থানার পুলিশ। জয়নগর থানার আইসি রাকেশ চক্রবর্তী জানান, উদ্ধার করা ৪ মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ। যাদের চিকিৎসার জন্যে বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তাঁর তদন্ত করছে পুলিশ।