Photo Credits: PTI

কলকাতা: করোনা মহামারির (Corona pandemic) সময় লকডাউনের (Lock down) জেরে বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে ট্রেন চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হলেও একটি সমস্যা থেকে গেছিল পূর্ব রেলওয়ের (Eastern Railway) হাওড়া ডিভিশনের (Howrah Division) কাটোয়া-আজিমগঞ্জ সেকশনে (Katwa - Azimganj section)। আগে এই লাইনের যাত্রীরা ১০ টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে রেলে যাতায়াত করলেও করোনা মহামারির সময় ভাড়া ৩০ টাকা ধার্য করা হয়েছিল। বর্তমানে সবকিছু স্বাভাবিক হলেও কাটোয়া ও আজিমগঞ্জ সেকশনে ট্রেনের ভাড়া কমেনি।

বৃহস্পতিবার এই সেকশনে ভাড়া কমিয়ে পুরনো ভাড়া (revert the old Railway fare) ১০ টাকাই রাখার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Union Railway Minister Ashwini Vaishnaw) চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানা হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের (Govt of West Bengal) তরফে। আরও পড়ুন: Shashi Panja On The Kerala Story: দ্য কেরালা স্টোরি প্রদর্শনে নিষেধাজ্ঞার উপর সুপ্রিম স্থগিতাদেশ নিয়ে কী বললেন শশী পাঁজা, দেখুন ভিডিয়ো