Mamata Banerjee (Photo Credit: Twitter)

কলকাতা, ১৪ মার্চ: আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলে, জখম অবস্থায় তাঁকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজের তরফে আহত মুখ্যমন্ত্রীর ছবি প্রকাশ করা হয়।  সেখানেই দেখা যায়, হাসপাতালের বেডে শায়িত মুখ্যমন্ত্রী। তাঁর কপাল ফেটে রক্ত বের হচ্ছে। সূত্রের খবর, গুরুতর জখম মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে। কপালে সেলাই পড়েছে। রক্তপাত বর্তমানে বন্ধ হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee On CAA: 'সিএএ পুরোটাই ভাঁওতা, নাগরিকত্ব কাড়তে দেব না', জীবন দিতে হলে দেব' বললেন মমতা

দেখুন ট্যুইট...

 

দেখুন ভিডিয়ো...

 

এই মুহূর্তে এসএসকেএমের উডবার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা হাসপাতাল চত্ত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। উডবার্ন ব্লক থেকে যে কোনও মুহূর্তে মুখ্যমন্ত্রীকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হতে পারে বলে খবর। সেই কারণেই উডবার্ন চত্ত্বর কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়।

মুখ্যমন্ত্রী যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনায় গোটা রাজ্যের মানুষ।