কলকাতা: ১০০ দিনের বকেয়া টাকার জন্য ফের কেন্দ্রীয় সরকারকে (central government) আক্রমণ (Attack) করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি (West Bengal CM Mamata Banerjee)। আরও পড়ুন: Madhyapradesh : নৃশংসভাবে কুকুরছানাকে মেরে ফেলার ভিডিও ভাইরাল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জোতিরাদিত্য সিন্ধিয়ার
রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার আমাদের মনরেগা-র বকেয়া (MNREGA dues) পরিশোধ করছে না। আজ একটাই ট্যাক্স (tax), জিএসটি (GST)। কেন্দ্রীয় সরকার সমস্ত কর নেয় এবং আমাদের অংশ দেয় না যা তারা এখান থেকে নিচ্ছে। আমি দিল্লি (Delhi) যাচ্ছি এবং প্রধানমন্ত্রী মোদির কাছে সময় চেয়েছি। আপনি যদি আমাদের টাকা না দেন তাহলে চেয়ার ছেড়ে দিন।" আরও পড়ুন: Uttar Pradesh : জাল ভিসার মাধ্যমে ভারতে থাকার অভিযোগ, মার্কিন নাগরিকের ২ বছরের সাজা উত্তরপ্রদেশে
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "The central government is not paying our MNREGA dues. Today there is only one tax, GST. The central government takes all the tax and is not giving our share which they are taking from here. I am going to Delhi and have sought time… pic.twitter.com/0D5WPrnvHm
— ANI (@ANI) December 10, 2023