কলকাতা, ১৯ মার্চ: গোমুত্র খেলে করোনাভাইরাস ধারে কাছে আসবে না। গত কয়েকদিন ধরে এনিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তারই প্রতিবাদে পালটা কর্মসূচি নিল রাজ্য ছাত্র পরিষদ (CP) । ক্যুরিয়ারের মাধ্যমে তারা বিজপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহক গোমুত্র (Cow Urine) ও গোবরজল (Cow Dung Water) পাঠাবে বলে ঠিক করেছে। রামলীলা ময়দান আজ দুপুর সেই কারণে তারা জড়ো হচ্ছে।
রাজ্য ছাত্র পরিষদর সভারপতি সৌরভ প্রসাদ (Sourav Prasad) বলেন, "আজ দুপুর তিনটের সময় রামলীলা ময়দানের পাশে ক্যুরিয়ার সার্ভিস। সেখানে ছাত্র পরিষদের নেতৃত্বে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) এবং দিলীপ ঘোষকে (Dilip Ghosh) গোমূত্র এবং গোবর জল ক্যুরিয়ার করে পাঠানো হবে।" আরও পড়ুন: Coronavirus In Kolkata: আমলার ছেলের কাগজপত্র পরীক্ষা করেছিলেন, দুই অভিবাসন আধিকারিক গেলেন হোম কোয়ারেন্টাইনে
দিল্লিতেও ইতিমধ্য়েই গোমুত্র পার্টি করেছে সর্ব ভারতীয় হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার পার্টি থেকে অনুপ্রাণিত হয়ে করোনার দাওয়াই হিসেবে গোমূত্রের ব্যবসা শুরু হয়েছে এরাজ্যে। শহর কলকাতাতেও করোনা মোকাবিলায় গোমূত্র বিলি করতে দেখা যায় বিজেপি নেতাদের। মঙ্গলবার একই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সোমবার ডানকুনিতে গোবর ও গোমূত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন এক ব্যবসায়ী। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এনিয়ে কড়া সমালোচনা করেছে বিজেপির। গোমুত্রের কারণে করোনভাইরাস দূরে থাকবে, চিকিৎসকরাও এই দাবি উড়িয়ে দিয়েছেন। দিলীপ ঘোষ নিজেও গোমুত্র পানের পক্ষে সওয়াল করেছেন।
গোমূত্র প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ বক্তব্য, "গোমূত্র খেয়েছি, প্রয়োজনে আবারও খাব। এতে সমস্যার কিছু নেই।” এই মন্তব্যের পরই দিলীপ ঘোষকে উন্মাদ বলে কটাক্ষ করেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুইঞা।