কলকাতা, ২ নভেম্বর: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে (West Bengal Assembly By-Elections 2021) তৃণমূলের (TMC) জয়জয়কার। যে চার কেন্দ্রে ভোট গণনা হল তার মধ্যে তিনটির ফল এখন ঘোষণা হয়ে গিয়েছে, একটিতে ঘোষণা কিছু পরেই। ফল ঘোষিত হওয়া তিনটি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীরা জিতেছেন বিপুল ব্যবধানে। দিনহাটা (Dinhata)-য় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udyan Guha) জিতলেন ১ লক্ষ ৬৩ হাজার ভোটে। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল (Subrata Mondol) জিতলেন ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে। দিদিকে ভবানীপুর আসন ছেড়ে দেয়ে খড়দহ থেকে লড়া শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেন ৯৩,৮৩২ হাজার ভোটে। ৬ মাস আগে বিজেপির জেতা শান্তিপুরে গণনা শেষ পর্যায়ে। শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন ৫৯ হাজার ৫৬৭ ভোটে।
ফলাফলেই পরিষ্কার তৃণমূলের সুনামিতে খড়কুটোর মত উড়ে গিয়েছে বিরোধীরা। তা না হলে ৬ মাস আগে যে দিনহাটায় জিতেছিল বিজেপি সেখানে কি না তৃণমূল জিতল ১ লক্ষ ৬৩ হাজার ভোটে! আরও পড়ুন: Bypoll Results: উপনির্বাচনে কর্ণাটকে জোর টক্কর বিজেপি, কংগ্রেসের, হিমাচলের মান্ডিতে এগিয়ে হাত শিবির
দেখুন টুইট
#WATCH | TMC workers celebrate outside a counting centre in Dinhata, Cooch Behar as the party leads on all 4 seats in the by-polls to the State Assembly.
TMC's Udayan Guha is leading in Dinhata with 96,537 votes so far.#WestBengalBypolls pic.twitter.com/k0GyQ3XC87
— ANI (@ANI) November 2, 2021
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ( West Bengal Bypolls) ভোটগ্রহণ হয় গত শনিবার। বিধানসভা নির্বাচনের সময় খড়দহে তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনের প্রয়োজন হয়েছিল। গোসাবা কেন্দ্রে তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর করোনা পরবর্তী জটিলতায় মারা যান। তাই সেখানেও উপনির্বাচনের প্রয়োজন পড়ে।
বাকি দুই কেন্দ্র শান্তিপুর ও দিনাটায় উপনির্বাচনের কারণটা অবশ্য একেবারে অন্য। এই দুই কেন্দ্র দলীয় সাংসদের দাঁড় করিয়েছিল বিজেপি। শান্তিপুর বিধানসভা থেকে জিতেছিলেন জগন্নাথ সরকার আর দিনহাটা কেন্দ্রে জেতেন নিশীথ প্রামাণিক। কিন্তু বিজেপি সিদ্ধান্ত নেয় জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিককে সাংসদ রেখে দেওয়ার। ফলে তাঁরা বিধায়ক পদ থেকে পদত্যাগ করায়, সেখানে উপনির্বাচনের প্রয়োজন পড়ে।