কলকাতা, ১ নভেম্বর: ২০২২ সালের মাধ্যমিক (Madhyamik 2022) এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam 2022) সূচি ঘোষিত হল। বুধবার বিকেলে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়। ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ। ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্র্যাকটিকাল পরীক্ষা।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা। সেই পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত। ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা। তবে, পরীক্ষা হবে দুপুর ২টো থেকে সোয়া ৫টা পর্যন্ত।
এক নজরে সম্পূর্ণ সূচি:
মাধ্যমিক পরীক্ষা:
- ৭ মার্চ-প্রথম ভাষা
- ৮ মার্চ-দ্বিতীয় ভাষা
- ৯ মার্চ-ভূগোল
- ১১ মার্চ- ইতিহাস
- ১২ মার্চ-জীবনবিজ্ঞান
- ১৪ মার্চ-অঙ্ক
- ১৫ মার্চ-ভৌতবিজ্ঞান
- ১৬ মার্চ-অতিরিক্ত বিষয়
করোনার কারণে এই প্রথম নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। তবে মাধ্যমিকের পড়ুয়াদের অন্য স্কুল গিয়ে পরীক্ষা দিতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, কোভিড বিধি মেনে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র বাড়তে পারে। করোনা পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করবে। ডিসেম্বরের শেষদিকে টেস্ট পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। স্কুল চাইলে উচ্চ মাধ্যমিকের টেস্ট নিতে পারে।