কলকাতা: আগামী সোমবার ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) বর্ষাকালীন অধিবেশন (monsoon session)। শনিবার একথাই জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (West Bengal Assembly Speaker Biman Banerjee)।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভার ২০২৩ সালের বর্ষাকালীন অধিবেশন শুরু হবে আগামী ২৪ জুলাই। আমরা রাজ্যপালের (Governor) কাছে সমন (summons) পেয়েছি এবং তিনি হাউসকে (Assembly) তলব করেছেন। এই অধিবেশনে কিছু বিল (bills) উত্থাপন করা হবে। লোকসভা ও প্রতিটি বিধানসভায় আমরা সাধারণত বিশৃঙ্খলা (disruption) সৃষ্টি হতে দেখেছি। কিন্তু, আমি মনে করি না বিরোধীদের তরফ থেকে এটা খুব ভালো একটা আচরণ (gesture)। তাদের বিধানসভায় আসতে দিতে হবে। তাদের বিভিন্ন বিষয়ে বলতে দিতে হবে। আসুন আমরা শুনি তারা কী বলতে চায়। আলোচনা (discussion) ও বিতর্কে (debate) অংশগ্রহণ না করে বিরোধী রাজনৈতিক দলগুলি বিধানসভা ছেড়ে যাবে এটা কাম্য নয়।" আরও পড়ুন: Dharmendra Pradhan : মণিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু বাংলায় যা ঘটেছে তা আরও দুর্ভাগ্যজনক, জানালেন ধর্মেন্দ্র প্রধান
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal Assembly Speaker Biman Banerjee says, "The monsoon session of the West Bengal Assembly will commence on 24th July 2023. We have received summons from the Governor and he has summoned the House. And some bills certainly will be taken up... It's a very common… pic.twitter.com/PKcChVqRpA
— ANI (@ANI) July 22, 2023