Dharmendra Pradhan. (Photo Credits: Twitter)

মণিপুরে হওয়া হিংসার ঘটনায় এবার প্রধানমন্ত্রীর সমর্থনে মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান। মণিপুরে হওয়া মহিলার ওপর অত্যাচার নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, " প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে মহিলাদের ওপর অত্যাচার বরদাস্ত করা যাবে না এবং দোষাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হবে, যেটা মণিপুরে ঘটেছে সেটা দুভার্গ্যজনক, কিন্তু যেটা পশ্চিমবঙ্গে ঘটছে সেটা আরও দুর্ভাগ্যজনক। যে সমস্ত মানুষ যারা মণিপুরের হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলছেন, একইরকম ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটেছে, এটা উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে এবং এটি লজ্জাজনক" বলে জানান তিনি।

মালদার বামনগোলায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ। বিজেপির তরফে অভিযোগ, বামনগোলার পাকুয়া হাটে ২ আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়। অকথ্য অত্যাচার করা হয় তাঁদের উপর। মণিপুরের ঘটনার নজর ঘোরাতেই কি এবার পশ্চিমবঙ্গে মহিলাদের অত্যাচার নিয়ে আওয়াজ তুলছে বিজেপি?