মমতাকে তীব্র আক্রমণ নাড্ডার

দিনহাটা, ৮ এপ্রিল : চতুর্থ দফা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে ফের রাজ্যে এলেন জে পি নাড্ডা (JP Nadda)। বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা করেন নাড্ডা। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুঁড়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপর হামলার  বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নাড্ডা। মমতা বন্দ্যাোপাধ্যায়ের 'গুন্ডারা' ওই কর্ম করেছে বলেও আক্রমণ করেন নাড্ডা। অতীতে তাঁর উপরও এমন হামলা হয় বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদীর দলের এই হাই প্রোফাইল নেতা।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, থানায় বিক্ষোভ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের

পাশাপাশি তিনি আরও বলন, তাঁর জনসভায় যে হারে মানুষ হাজির হয়েছেন, সেই ভিড়ই অনেক কিছু জানান দিচ্ছে। এবার বিজেপিকে (BJP) কাজের সুযোগ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মানুষ বিশ্রাম দিতে চাইছেন। তৃণমূল কংগ্রেস (TMC)  নেত্রীকে এ রাজ্যের মানুষ বিদায় জানাতে প্রস্তুত হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন নাড্ডা। বিজেপির নির্বাচনী জনসভায় সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে হাজির হচ্ছেন, তা থেকেই ছবি স্পষ্ট। বিজেপি এবার ২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেন নাড্ডা।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় বিজেপির রূপাঞ্জনা, জোর চর্চা

পাশাপাশি তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে গিয়েছে বলেও মন্তব্য করেন জে পি নাড্ডা।