আব্বাস সিদ্দিকি (Photo: ANI)

কলকাতা, ১৮ মার্চ: দিন দশেক পর শুরু হবে ভোট উৎসব। ইতিমধ্যে তৃণমূল তাদের সবকটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। বিজেপিও বাকি ৪ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আজই। কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও (Indian Secular Front) তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে আগেই। বৃহস্পতিবার আরও ৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।

আজকের প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদ্দিকি। অনেক জল্পনা জটিলতার পর ওই আসনে প্রার্থী করা হয়েছে নওশাদকে। জানা গেছে এই আসনে প্রার্থী দেওয়ার কথা ছিল বামেদের। আরও পড়ুন, ভোটমুখী বাংলায় ঊর্ধ্বমুখী করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২

মধ্যমগ্রামে আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি, দেগঙ্গাতে করিম আলি, হাড়োয়াতে ফিরোজ মোল্লা, ক্যানিং পূর্ব থেকে গাজি শাহাবুদ্দিন সিরাজী, মগরাহাট পশ্চমে মইদুল ইসলাম মোল্লা, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকি, জাঙ্গিপাড়া থেকে শেখ মইনুদ্দিন।