মমতা বন্দ্যোপাধ্যায়(Photo Credits: Twitter)

কলকাতা, ১২ এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। আজ রাত ৮টা থেকে কাল রাত ৮টা পর্যন্ত কোনও ধরনের নির্বাচনী প্রচার করতে পারবেন না তিনি। চিঠির উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই কমিশনের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছিল কমিশন। দু'বার তাঁকে কমিশন নোটিস পাঠায়। চিঠিতে তাঁর উত্তরের ব্যাখ্যা জানালেও তাতে অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। সঠিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্য নিন্দাজনক বলে মন্তব্য কমিশনের। তাঁর বিরুদ্ধে নির্বাচনের আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে বলে দাবি করে কমিশন। ধর্মের ভিত্তিতে বক্তৃতা, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখার বিষয়ে নিরাপত্তার প্রশ্ন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, এলাকার মা, বোনেদের হাতা, খুন্তি নিয়ে যাতে কেন্দ্রীয় বাহিনীকে রুখে দেয় তা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ তোলে।  আরও পড়ুন, ‘শীতলকুচিতে খুনের ঘটনায় তদন্ত করব, বিজেপি গো-হারা হারবে;’ মমতা বন্দ্যোপাধ্যায়

আগামিকাল বেলা ১২টায় গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসার ঘোষণা মমতা বন্দোপাধ্যায়ের।

তবে তৃণমূলের অভিযোগ মোদি-শাহের কথায় চলছে কমিশন। কালো দিন বলে মত তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনের। তৃণমূল নেতা কুণাল ঘোষ 'বিজেপির শাখা সংগঠন কমিশন', বলে অভিযোগ করেন। তাঁর বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন যশবন্ত সিনহা। অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রীও।