Supti Pandey (Photo Credits: ANI)

১ থেকে তৃণমূল হল চার। অন্যদিকে তিন থেকে বিজেপি এসে দাঁড়াল শূন্যে। ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন হয়। শনিবার ১৩ জুলাই ভোটগণনা চলাকালীন ফলাফল কিছুটা স্পষ্ট হয়ে গিয়েছিল। গণনার শুরু থেকেই চার আসনে এগিয়ে ছিল তৃণমূল। দুপুরের আগেই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের গণনা সম্পন্ন হয়েছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগণার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা চার আসনেই ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে শাসক দল। ২০২১ সালের বিধানসভায় মানিকতলা বাদে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা তিন আসনই ছিল বিজেপির দখলে। তবে বিধানসভা উপনির্বাচনে খেলা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভার মতোই বিধানসভাতেও ভরাডুবি অবস্থা বিজেপির। জেতা তিন আসনে হারের ফলে আনুষ্ঠানিক ভাবে বিধানসভায় বিজেপি বিধায়ক সংখ্যা কমেছে।

আরও পড়ুনঃ লোকসভার রক্তক্ষরণ আরও বেড়ে খারাপ ফল বিজেপির, রায়গঞ্জে প্রথমবার জয়ের ফুল ফুটিয়ে বাংলায় দিদির চারে চার

অধুনা প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলা আসন থেকে ৬২ হাজারের ব্যবধানে জয় পেয়ে তৃণমূল বিধায়ক হতে চলেছেন। জয়ের খুশি ব্যক্ত হয়ে সাধন পত্নী ধন্যবাদ জানালেন, দলের প্রত্যেক নেতা, কাউন্সিলর, ব্লক সভাপতি এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের জয়ের পুরো কৃতিত্ব প্রয়াত স্বামী সাধন পাণ্ডে এবং মুখ্যমন্ত্রী মমতাকেই দিলেন সুপ্তি।

কী বললেন সুপ্তি পাণ্ডে, দেখুন... 

সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে মানিকতলায় তৃণমূলের লিড ছিল ৩ হাজারের মত। সেখান থেকে এবার তৃণমূল বড় ব্যবধানে জয় পেয়েছে। বিজেপি প্রার্থী কল্যান চৌবে এবং সিপিএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে ৬২ হাজারেও বেশি ভোটে হারিয়েছেন সাধনপত্নী।  ২০২১ সালের বিধানসভা ভোটে সাধন পাণ্ডের জয়ের ব্যবধান ছিল ২০ হাজার মত। সেই নিরিখে ৬২ হাজারের ব্যবধান ছাড়িয়ে বড় হয় পেয়েছেন সুপ্তি।