Omicron (Photo Credit: IANS)

কলকাতা, ২৯ ডিসেম্বর:  ফের ওমিক্রনের (Omicron) থাবা পশ্চিমবঙ্গে (West Bengal) । এবার রাজ্যে আরও ৫ জনের শরীরে থাবা বসাল করোনার এই নয়া প্রজাতি। যার জেরে এই মুহূর্তে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১ ১ জন বলে জানা যাচ্ছে। বুধবার নতুন করে যে ৫ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে রাজ্যে, তার মধ্যে ১ জন কলকাতার (Kolkata)। বাকিরা দমদম এবং হাওড়ার বাসিন্দা। ফলে ওমিক্রন নিয়ে রাজ্য জুড়ে আশঙ্কা এবং আতঙ্ক আরও জোরদার হতে শুরু করেছে।

বুধবার নতুন করে যে ৫ জনের শরীরে ওমিক্রন সংক্রমণের কথা প্রকাশ পায়, তার মধ্যে ৪ জন বিদেশ ফেরৎ নন। ওই ৪ জনের বিদেশ যাত্রার কোনও ইতিহাস নেই। আক্রান্তদের মধ্যে একজনই বিদেশ ফেরৎ। ফলে ওই ৪ জন কীভাবে ওমিক্রনে আক্রান্ত হলেন, তা নিয়ে আশঙ্কা শুরু হয়েছে। ৫ ওমিক্রন আক্রান্ত নিভৃতবাসে রয়েছেন।  প্রত্যেকের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।

আরও পড়ুন:  Arjun Kapoor Test Positive For COVID-19: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত অর্জুন, রিয়া, অংশুলা পজিটিভ, কেমন আছেন অনিল কাপুর

রাজ্যে নতুন করে যে ৫ জনের শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে, তাঁরা আর কার কার সংস্পর্শে এসেছেন, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।  ওমিক্রন আক্রান্তদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।