কলকাতা, ৫জুন: টানা তিন মাসের অপ্রতিরোধ্য গরমকে এবার বাপি বাড়ি যা বলতে কোমর বেঁধে নেমে পড়েছে বর্ষা রানি। আকাশ কালো করে ইদের দিনেই ভিজতে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই শহর কলকাতা-সহ লাগোয়া উত্তর ২৪ পরগনাতে শুরু হয়েছে বৃষ্টি (Weather Report) । সকালে থেক রোদের মুখ দেখা না গেলেও বাতাসে মুহুর্মুহু বাড়তে থাকা আদ্রতায় নাভিশ্বাস উঠেছিল বঙ্গবাসীর। বরুণদেবের খরতাপে বিদ্ধ না হলেও এই প্যাচপেটে গরমে ঘেমেনেয়ে একসা হওয়ার জোগাড়। যাইহোক স্বস্তির বৃষ্টিতে হাসি সকলের মুখেই হাসি ফুটেছে। একমাস রোজার শেষে ইদের দিনে বৃষ্টিকে আল্লা রহমত হিসেবেই দেখছে মুসলিমরা। আরও পড়ুন- ইদ মুবারক: খুশির ইদে মাতোয়ারা মহাপ্রভুর স্মৃতিধন্য শান্তিপুরের শতাব্দী প্রাচীন মসজিদ
হাওয়া অফিসের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের (West Bengal) উপর সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখার। পাশাপাশি ঝাড়খণ্ড (Jharkhand) এবং বাংলাদেশে (Bangladesh) তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। ফলে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছিল। বুধবার সকাল হতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে বেশ কয়েকটি জেলায়। তবে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হচ্ছে বলেও জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিন ধক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকায় এক ধাক্কায় শহরের পারদ নেমেছে বেশ কিছুটা। তবে কলকাতার পারদ ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর থেকে বেশি