West Bengal Monsoon: এতদিনে দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু, বৃষ্টি এল বলে
প্রতীকী ছবি ( Photo Credit: ANI)

কলকাতা, ২৮জুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, দুএকদিনের মধ্যে বর্ষা নামবে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই আকাশ কালো করে মেঘ জমেছে, বাতাসে আদ্রতার পরিমাণ কম থাকায় ঘেমো গরমের অস্বস্তিটা সেভাবে হচ্ছে না। এদিন কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস। এমনিতে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হয় আট জুন, এবার মৌসুমীবায়ু এরাজ্য ঢুকতে দেরি করায় বৃষ্টির সম্ভাবনা পিছিয়েছে। ২১ তারিখে রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করলেও তার করুণা ধারা শুধু উত্তরবঙ্গের জন্যই বরাদ্দ ছিল। আরও পড়ুন-Bhatpara Clash: আজ তৃণমূলের প্রতিনিধি দলকে 'জয় শ্রী রামে' স্বাগাত জানাবেন অর্জুন সিং, অপর্না সেনদের 'নজিরবিহীন' কটাক্ষ

এতদিন হাপিত্যেষের পর এবার দক্ষিণবঙ্গকে সিক্ত করতে আসরে নেমে পড়েছে বর্ষা। মূলত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল হয়েছে। একই সঙ্গে অন্ধ্র-ওড়িশা উপকূলেও তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই দুটির মধ্যে কোনও একটির প্রভাবে শক্তিবৃদ্ধি করবে মৌসুমী বায়ু। তারপরই বর্ষা শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। এদিকে, তুমুল বৃষ্টিতে ভাসছে দেশের বাণিজ্যনগরী মুম্বই। শুক্রবার সকালে মুম্বইবাসীর ঘুম ভাঙল ভারী বৃষ্টি দেখে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে বানিজ্য নগরীর বিভিন্ন জায়গায় জমল জল। বেলা যত বাড়ছে বৃষ্টিতে জমা জলের বহর বাড়ছে। একেই ট্র্যাফিক জ্য়ামের জন্য কুখ্যাত মুম্বইয়ের অবস্থা খারাপ একটানা বৃষ্টির ফলে জমা জলে। তবে মন্দের ভাল মুম্বইয়ের যোগাযোগ ব্যবস্থার লাইফ লাইন লোকাল ট্রেন পরিষেবায় এতে কোনও ব্যাঘাত ঘটেনি।

বলিউড নগরীর এমন কিছু জায়গায় জল জমে রয়েছে, যেখানে বাস বলি সেলেবদের। জুহু, ভিলে পার্লে, মুলুন্দ, আন্ধেরীর বিভিন্ন অংশে জমা জলে নিত্যযাত্রীদের দৈন্দিন কাজ মাথায় উঠেছে। যদিও চলতি গরমে ৪৫ ডিগ্রি তাপমাত্রার পারদ চড়া মুম্বইয়ে, আজ বৃষ্টির ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তাপমাত্রা নেমেছে ২৭ ডিগ্রিতে। তবে সবচেয়ে খারাপ অবস্থা নবি মুম্বই, থানে অঞ্চলে। মুম্বইয়ে যে অঞ্চলে বাঙালীদের বসবাস বেশি-সেই ভাসি, শানপাড়া, কোপারখেড়নে এলাকায় জল জমেছে।