Kolkata Rain।(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১০ ডিসেম্বর:  বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে হেমন্তকে দেখে দৃশ্যতই বিরক্ত বঙ্গবাসী। সবে সবে জাওয়াদের প্রভাব কাটিয়ে আকাশের মুখে ফিরছিল হাসি।  তবে তা সম্পূর্ণ হল না, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ টিপটিপ বৃষ্টিতে পুরো আমেজটাই নষ্ট হয়ে গেল। একটা ঠান্ডার ভাব থাকলেও তাকে শীত বলে তো আর দাগিয়ে দেওয়া যায় না। শীত মানেই ঝকঝক আকাশ, সঙ্গে প্রাণখোলা রোদ্দুর। সেসব কোথায়? আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আজ শুক্রবার রোদ্দুর উঠবে, তবে আকাশের মেঘলাভাব  এখনি কাটছে না।আগামিকাল, শনিবার থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি নামতে পারে। আরও পড়ুন- Apple MacBook Catches Fire: ম্যাকবুকে লাগল আগুন, কোনওরকমে প্রাণে বাঁচলেন ইউজার

আসলে রোদ্দুর উঠলেই সন্ধে নামার পর  সারাদিনের বিকিরিত তাপ বায়ুমণ্ডলের বাইরে বেরিয়ে যায়। তাতেই রাতের পারদ নামে। রোদ্দুরও নেই, বিকিরিত তাপও নেই। তাই রাতে কম্বল জড়িয়ে ঘুমোনোর আমেজও উধাও। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। তবে আগামী সপ্তাহে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তখন পারদ নামতে নামতে ১২ ডিগ্রিতেও চলে আসতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। কিন্তু এবারের পৌষে শীতের ব্যাটিংয়ে ঝোড়ো বোলিং করতে আসছে খামকেয়ালি আবহাওয়া। তার মতিগতি বোঝা কঠিন। তাই বর্ষশেষ ও বর্ষবরণে কতটা পৌষের শীত উপভোগ করতে পারবেন, তানিয়ে সন্দেহ রয়েছে।

আজ শুক্রবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তালিকায় দক্ষিণবঙ্গের মেদিনীপুর, দুই ২৪ পরগনা অগ্রগন্য। তাই শীতের আশা আপাতত তোলা থাক রোদ্দুরের মুখ যেকোনও সময় ঢেকে দিয়ে মেঘলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি নামাবে, তারজন্য তৈরি থাকুন।