Apple MacBook Pro 15-Inch (Photo Credits: Squeezieful Reddit)

Apple মানেই সেরা মানের প্রোডাক্ট। এক নম্বর ডিভাইস, উন্নত মানের পরিষেবা। এসব ভাবার দিন এবার শেষ হতে চলেছে। Apple-এর ডিভাইসে এবার বাজে মানের ব্যাটারি দেওয়ার প্রমাণ মিলল। যার জেরে আগুন ধরে গেল Apple MacBook Pro 15-Inch Model-এ। আগুন লাগার জেরে শুধু ম্যাকবুক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নয়, ইউজারও আহত হয়েছেন। এর সোশ্যাল মিডিয়ায় নিজেই আগুন লাগার খবর দিয়েছেন আহত ইউজার। সেই সঙ্গে শেয়ার করেছেন ক্ষতিগ্রস্ত Apple MacBook Pro 15-Inch Model-এর বেশ কয়েকটি ছবিও। তা দেখেই বোঝা যাচ্ছে ম্যাকবুকের ব্যাটারিতে গোলমাল ছিল। যা থেকেই ধরেছে আগুন।জানা গেছে, যখন আগুন ধরে তখন ম্যাকবুক চার্জে ছিল না।আরও পড়ুন- Jammu and Kashmir: সোপিয়ানে শুরু সেনা জঙ্গির গুলির লড়াই

বিছানার নিচে রাখা ছিল। ম্যাকবুক পুড়ছে, বুঝতে পেরে বিছানার নিচে থেকে সেটি টেনে বের করতে গিয়ে হাতে আগুনের ছ্যাঁকা খান ওই ইউজার।ম্যাকবুকের কেস পোড়ার গন্ধ নাকে যেতেই তাঁর ঘুম ভেঙেছিল। তড়িঘড়ি জলন্ত ম্যাকবুক বিচানার তলা থেকে সরিয়ে কার্পেটে রাখেন তিনি। কার্পেটের সংশ্লিষ্ট জায়গাটিও পুড়েছে। তবে একটু এদিক ওদিক হলে বিছানাচাদরে আগুন লেগে আরও বড়মাপের বিপদ ঘটতে পারত।

বিষয়টি নিয়ে Apple এখনও মুখ খোলেনি। তবে এটাও ঠিক Apple MacBook Pro 15-Inch Modelটি ২০১৫-র সেপ্টেম্বরে লঞ্চ করার পর ২০১৬-র ফেব্রুয়ারি পর্যন্তই বিক্রি হয়েছিল। এই স্বল্প সময়ের মধ্যেই Apple MacBook Pro 15-Inch Model-নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়তে থাকে। এর বেশিরভাগটাই ছিল ব্যাটারি পোড়ার অভিযোগ।