কলকাতা, ৩০ ডিসেম্বর: মাঝে আর মাত্র একটি দিন, বিদায় নিচ্ছে ঘটনাবহুল ২০২১। এদিক বর্ষশেষে শীতের আমেজ থেকে বহুদূরে বাঙালি। নভেম্বরের প্রথমে শীত (Winter) এলেও ভিলেন পশ্চিমী ঝঞ্ঝার দাপটে সে ঘাঁটি শক্ত করতে পারেনি। এই শীতের মরশুমে বৃষ্টিতে ভিজেছে বাঙালি। তবে ডিসেম্বরের শুরুতে ঝোরো ইনিংস খেলে জমজমাটি শীতও উপহার দিয়েছে বঙ্গবাসীকে। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা যেন পিছু ছাড়ছে না। সঙ্গে জুড়েছে ঘূর্ণাবর্ত। তাই বড়দিনের আগেই উধাও হয়েছে মারকাটারি ঠান্ডা। বছরের শেষদিনটি যত এগিয়ে আসছে, ততই চড়ছে পারদ। সঙ্গে মেঘলা আকাশ। আর বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। আজ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও পড়ুন- Pakistan: পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ টাইট জিন্স, টি-শার্ট, মেকআপ, দুল আরও কত কী!
তবে বছরের শেষদিনে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পারদ চড়ে থাকলেও বেলা বাড়লে ঝকঝকে রোদ্দুর উঠবে। সকালের দিকটা কুয়াশায় ঢাকা থাকবে। তবে নতুন বছরে ফের পারদ নেমে বাড়ছে শীত।