Winter (File Photo)

কলকাতা, ২ ফেব্রুয়ারি: এবার বোধহয় শীত (winter) বিদায়ের পালা চলে এল।হু হু করে বাড়ছে তাপমাত্রা। আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। পশ্চিমের জেলাগুলি মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী কাল বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই হবে বৃষ্টি। শনিবার সরস্বতী পুজোতে বৃষ্টি হচ্ছে। তারপর ধীরে ধীরে মেঘ কাটলেও শীত আর ফেরার সম্ভাবনা নেই। এদিকে গতকালও বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজ যেমন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। আদ্রতা বাড়তে থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার অঝোর ধারায় ভিজবে।