কলকাতা, ১০ জানুয়ারি: ফের পশ্চিমী ঝঞ্ঝার আগমন, আর বঙ্গদেশ থেকে উধাও শীত(Winter)। নতুন বছরে শুধুই দুঃসংবাদ, করোনার নয়া প্রজাতি ওমিক্রনের ছোঁয়ায় ঘরে ঘরে অসুস্থতা। এবার উধাও শীত। ঝাড়খণ্ডে পশ্চিমী ঝঞ্ঝা জেঁকে বসতেই গায়েব হয়েছে ঠান্ডা। এমনকী, আগামী কাল মঙ্গলবার থেকে দুই বঙ্গে বৃষ্টি হতে পারে। যার নেপথ্যে রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা। ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে অকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্বাঞ্চলের জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজও বেড়েছে এক ডিগ্রি পারদ। আগামী কাল থেকে তিনদিন অসময়ের বৃষ্টির জেরে রাতের দিকের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তাই পৌষে ফের কবে আবার শীতের দেখা মিলবে এখনও জানা নেই। মৌসম ভবন সূত্রের খবর, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই অকাল পরিবর্তন। মধ্য ও পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত ওডিশা, ঝাড়খণ্ড, বাংলা এবং বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৩ জানুয়ারি অবধি আমরা ওই চার রাজ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে।