কলকাতা, ২৮ জানুয়ারি: জানুয়ারি শেষে ফিরল শীত (Winter)। এক ধাক্কায় অনেকটাই পারদ পতন। শুক্রবারের সকালে বেশ ঠান্ডা অনুভব করছে দক্ষিণবঙ্গের বাঙালি।আগামী দু’দিন পারদ আরও নামবে। শেষ জানুয়ারিতে চুটিয়ে শীত উপভোগের সুযোগ পাবে বঙ্গবাসী। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১২ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে এই শীতের স্থায়িত্ব নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। ফের এক পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার প্রভাবে আগামী পাঁচদিনের মাথায় পারদ চড়বে তরতরিয়ে। তাই সামনের কটি দিন শীত উপভোগ করে নেওয়াই শ্রেয়।
এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, এবার শীতের স্থায়িত্ব বেশি। তবে দুর্যোগ ও কম হবে না। গোটা শীতকাল কাটল বৃষ্টির চোখ রাঙানিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও উত্তরে চলবে বৃষ্টি।