West Bengal Weather Update: সকাল থেকে আকাশের মুখভার, অবশেষে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Rainfall:(Unsplash)

কলকাতা, ১৫ জুন:  মঙ্গলবার রাতে আচমকা ঝড়বৃষ্টি (Thunderstorm) তাপদগ্ধ শহরকে খানিক শীতল করেছে। এর জেরেই আজ বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে রাজ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। হাওয়া অফিস সূত্রে খবর, সকাল থেকেই আকাশের মুখ ভার। আদ্রতাজনিত অস্বস্তি দিনভর বজায় থাকলেও গরম কিছুটা কমবে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ৩৫  ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিক্ষিপ্ত বৃষ্টিও হবে দিনভর। আরও পড়ুন- মঙ্গলবার টানা ১১ ঘণ্টা জেরা শেষে ইডির দপ্তর ছাড়েন রাহুল গান্ধী, আজ ফের জিজ্ঞাসাবাদ

এদিক মঙ্গলবার রাতের বৃষ্টিতে কিছুটা সজীব হয়েছে দীর্ঘদিন খরায় কাটানো দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে দক্ষিণদিকে নেমে মালদার কাছাকাছি প্রবেশ করেছে। ধীরে ধীরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ও ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। তবে মৌসুমি বায়ু সপ্তাহের মাঝ বরাবর দক্ষিণবঙ্গে এসে পড়লেও বেশ দুর্বল থাকবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে নেমে পড়বে বর্ষা।