কলকাতা, ১৮ জুন: বর্ষা আসতে না আসতেই ঘূর্ণাবর্তও হাজির৷ একেবারে ত্রিফলায় জর্জরিত রাজ্য৷ দিনদুয়েক ধরে টানা বৃষ্টিতে (Monsoon) জলমগ্ন শহরের উত্তর থেকে দক্ষিণ৷ ঢাকুরিয়া, বাঘাযতীন, বালিগঞ্জ, কালীঘাট, ঠনঠনিয়া, বিবি গাঙ্গুলি স্ট্রিট, মুক্তারামবাবু স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, পঞ্চান্নগ্রাম৷ এখন জোড়া ঘূর্ণাবর্ত ঘিরে রেখেছে বাংলার আকাশকে৷ একটা ঘূর্ণাবর্ত বাংলাদেশে তৈরি হয়েছে৷ আর একটা পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্ত যেটি মৌসুমী অক্ষরেখায় সক্রিয় থেকে পশ্চিমবঙ্গের উপরেই অবস্থান করছে৷ উত্তরপ্রদেশেও আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে৷ এর জেরেই চলছে বৃষ্টি৷ আগামী মঙ্গলবার ২২ তারিখ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না৷ এমনটাই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ আরও পড়ুন-Mamata Banerjee Files Petition Over Nandigram Vote Result: নন্দীগ্রামে হার নিয়ে হাইকোর্টে মমতা, শুনানি বেলা ১১ টায়
এমনকী, আজ শুক্রবার পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তবে বর্ষণমুখর দিন থাকলেও তাপমাত্রা খানিকটা বাড়বে৷ আগামী কাল শনিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার জেরে হলুদ সতর্কতা জারি হয়েছে৷ আজ ১৮ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর৷