কলকাতা, ১৮ জুন: বিনাযুদ্ধে মাটি ছাড়বেন না তিনি৷ তাই বিধানসভা ভোটের ফলাফলের দেড় মাসের মধ্যেই নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)৷ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে ১৯০০-র সামান্য বেশি কিছু ভোটে হারার পরে তিনি আদালতে যাওয়ার বিষয়টি ঘোষণা করেন৷ সেই নিয়ম মেনেই ১৭ তারিখের আগে আদলতে মামলা দায়ের হয়েছে৷ জনপ্রতিনিধিত্ব মূলক আইনে এই মামলা রুজু করা যায়, তা জানিয়েছেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়৷ নিয়ম মেনেই মামলা করেছেন মুখ্যমন্ত্রী৷ আজ শুক্রবার বেলা ১১ টা নাগাদ কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে হবে শুনানি৷ আরও পড়ুন-Sovan-Baisakhi: 'স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন...', শোভন-বৈশাখীকে বেনজির আক্রমণ কুণালের
উল্লেখ্য, গত ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন একেবারে শেষবেলায় জানা যায় নন্দীগ্রামে ১২০০ ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুক্ষণ পরে ফের খবর হয় ১৯০০-র বেশি ভোটে জিতেছেন শুভেন্দু৷ বিপুল জনাদেশ নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরলেও নন্দীগ্রামে মমতার হার ক্ষতের মতো জেগে থাকে৷ সেদিনই তিনি জানিয়েছিলেন, নন্দীগ্রামে ভোটগণনায় কারচুপি হয়েছে৷ গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সার্ভার চলে গিয়েছিল প্রায় ২ ঘণ্টার জন্য৷ এই খবর জানার পরই তিনি নন্দীগ্রামে পুনর্গণনার দাবি তোলেন৷
এদিকে নন্দীগ্রামে ভোটের কারচুপি নিয়ে মামলা দায়ের হতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি৷ বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য খবর পেয়েই টুইটে লেখেন, “হেরেছেন, তারপরেও জনগণের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ মমতা বন্দ্যোপাধ্যায়৷” শমীক ভট্টাচার্য বলেন, “গণতন্ত্রের নিয়মেই ভোটে হেরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর ভোটে জিতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এটা মেনে নেওয়া উচিত৷”