কলকাতা, ৩০ এপ্রিল: করোনাকালে দাপট দেখাচ্ছে গরম (West Bengal Weather Update)৷ বৈশাখের মাঝামাঝি হয়েগেলেও সেভাবে ঝড়বৃষ্টির দেখা মেলেনি৷ বৃহস্পতিবার সন্ধেয় আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস শোনাল না আলিপুরের হাওয়া অফিস৷ বরং এদিন শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই বাড়বে৷ তবে এদিন সন্ধ্যায় ৪০-৫০ কিমি বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া৷ তাই সারাদিন গরমে নাকাল হলেও এর জেরে রাতে স্বস্তির ঘুমের সুযোগ পাবে বঙ্গবাসী৷ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। আরও পড়ুন-DC vs KKR, IPL 2021 Stat Highlights: দিল্লি ক্যাপিটালসের কাছে ৭ উইকেটে হার নাইট শিবিরের, মর্গ্যানের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন
তবে যতই ঝড় হোক না কেন এখন কোনওভাবেই বৃষ্টির কোনও খবর নেই৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আগামী মাসের শুরু দিকে বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ায়৷ তবে একই সঙ্গে সম্ভাবনা। পূবালী বায়ু সক্রিয় হওয়ায় খানিকটা নিম্নমুখী হবে তাপমাত্রা। অন্যদিকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। তবে কালবৈশাখীর কোনও পূ্র্বাভাস দিচ্ছেন না আবহাওয়াবিদরা৷