কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ৭ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস৷ পুরনো রোগ থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না কেকেআর। পাওয়ার প্লে-র সময় যতটা সম্ভব কাজে লাগানোর লক্ষ্য থাকলেও কোনও ম্যাচেই তা সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার প্রথম ৬ ওভারে ৪৫ রান তুলল। তুলনায় দিল্লি ৬ ওভারে তুলল ৬৭। যত দিন যাচ্ছে শুভমন গিল যেন ধীরগতির হয়ে যাচ্ছেন। অতিরিক্ত সাবধানতা নিতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত বল নিয়ে নিচ্ছেন। দিল্লি ম্যাচের আগে অনেকেই ওপেনিংয়ে বদল আনার কথা বলেছিলেন। কিন্তু কেকেআর অধিনায়ক শুনলে তো! কার্যত একপেশেভাবে কলকাতা নাইট রাইডার্সকে হারাল দিল্লি। ২১ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল দিল্লি। ৪১ বলে ৮২ রান করলেন পৃথ্বী শ। আরও পড়ুন-Satoshi Suzuki: কোভিড আক্রান্ত ভারতের পাশে জাপান, আসছে ভেন্টিলেটর, অক্সিজেন জেনারেটর
এদিকে পৃথ্বীকে যোগ্য সঙ্গত দিলেন শিখর ধাওয়ান। ৪৭ বলে ৪৬ রান করলেন তিনি। ওপেনিং জুটিতে দিল্লি তুলল ১৩.৫ ওভারে ১৩২ রান। ২১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল দিল্লি। এই জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল দিল্লি। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট কলকাতার। প্লে অফের দৌড় থেকে দূরে সরছে শাহরুখ খানের দল। ফের কলকাতা নাইট রাইডার্সের রক্ষাকর্তা হয়ে হাজির হলেন আন্দ্রে রাসেল। ২৭ বলে ৪৫ রান। ২ চার ও ৪টি ছক্কা। একটা সময় ১২০ রানের লক্ষ্যে হাঁটা কেকেআরের স্কোর দেড়শোর গণ্ডি পার করেছিল রাসেলের অপরাজিত ইনিংসে ভর করেই। তবু সেই ছনম্বরেই ব্যাট করতে হচ্ছে ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডারকে।
অইন মর্গ্যানের সিদ্ধান্ত নিয়ে কেকেআর সমর্থকরা ইতিমধ্যেই নেটমাধ্যমে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন, গত বার মরসুমের মাঝপথে অধিনায়ক পরিবর্তন করা হলে এ বার হবে না কেন? প্রতি ম্যাচে অধিনায়কত্বের যা নিদর্শন দেখাচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তাতে অনুরাগীদের মনে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।