কলকাতা, ১০ মে: সন্দেশখালির (Sandeshkhali) ভুয়ো ধর্ষণকাণ্ডের ঘটনায় বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল। এমনকী রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মূর সঙ্গে যাঁরা দেখা করেছিলেন তাঁদের পরিচয় নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। এবার এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনেরও হাত রয়েছে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তাঁর দাবি, মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালিতে এসে মহিলাদের জোর করে অভিযোগ লিখিয়েছিলেন।

এদিন শশী পাঁজা বলেন, "বিজেপি যখন সন্দেশখালিতে প্রথম এই নোংরা খেলা শুরু করে তখন জাতীয় মহিলা কমিশনও এর মদত দিয়েছিল। কারণ বিদ্রোহী মহিলাদের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক মহিলা স্পষ্ট বলেছিলেন দিল্লি থেকে রেখা শর্মা এসে তাঁদের জোর করে অভিযোগপত্রে সই করিয়েছিলেন। আমরা ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম। আবারও আমরা দিল্লিতে যাব রেখা শর্মার নামে অভিযোগ জানাতে"।

প্রসঙ্গত, ভোটের আবহে আবারও রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে সন্দেশখালি নিয়ে। বিজেপি কীভাবে ষড়যন্ত্র করে ধর্ষণের অভিযোগ তুলেছিল সেই পর্দাফাঁস করেছে তৃণমূল। স্থানীয় বিজেপি নেতা তো বটেই এমনকী জাতীয় মহিলা কমিশনও যে এই ষড়যন্ত্রে সামিল সেই অভিযোগ নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি।