শনিবার ধরনা মঞ্চে আচমকাই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBanerjee)। আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার আর্জি জানিয়েছেন তিনি। এমনকী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেও রাজি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তবে পাঁচ দফার দাবির সঙ্গে কোনওরকম আপোশ করা হবে না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনের সামনে থেকে চলে যাওয়ার পরেই এমনটা জানালেন চিকিৎসকেরা। এই মুহূর্তে প্রতিবাদী চিকিৎসকেরা আলাদা করে আলোচনা করছেন। তাঁরা মনে করছেন, আজই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে তাঁদের। ফলে সেই বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করে প্রতিনিধি দল পাঠাতে চাইছেন তাঁরা।

এদিন মুখ্যমন্ত্রী ধরনা মঞ্চে এসে বলেন তাঁদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে দেখবেন তিনি। তারপরে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাত জানিয়েছেন। এখনই আলোচনা বসলে তাঁরা কর্মবিরতি তুলে কাজে ফিরবেন বলেও জানিয়েছেন। তাঁদের মতে, এখানে মান অভিমানের কোনও প্রশ্ন নেই। আমরা কাজেই ফিরতে চাই। উনি আমাদের যেখানে যেতে বলবেন, আমরা সেখানে গিয়েই বৈঠকে বসব। শুধু আধ-একঘন্টা সময় দিতে হবে। তবে পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।

জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর কথায়, মুখ্যমন্ত্রী আমাদের ধরনা মঞ্চে এসেছেন। তাঁকে আমরা স্বাগত জানিয়েছি। উনি রাজ্যের অভিভাবক। মুখ্যমন্ত্রী যে কোনও জায়গায় যেতে পারেন। ওনার উপস্থিতি আন্দোলনকারীদের আশা জুগিয়েছে। ফলে উনি যেখানে বৈঠকে বসতে চাইবেন আমরা সেখানেই যেতে রাজি আছি।