কলকাতা, ২৭ অগাস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি (West Bengal SSC scam) মামলায় আরও এক মধ্যস্থতাকারীকে গ্রেফতার করল সিবিআই (CBI)। শুক্রবার সন্ধ্যায় প্রসন্ন রায় (Prasanna Roy) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই বলে সিবিআই সূত্রে খবর। সূত্র আরও জানিয়েছে যে সিবিআই তদন্তকারীরা বর্তমানে প্রসন্ন রায়কে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। শনিবার কলকাতায় সিবিআইয়ের বিশেষ আদালতে প্রসন্নকে পেশ করা হবে।
বৃহস্পতিবার প্রদীপ সিংকে (Pradip Singh) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকা দিয়ে চাকরি পেতে ইচ্ছুক অযোগ্য প্রার্থী ও দুর্নীতিতে জড়িতদের মধ্যে সেতু হিসেবে কাজ করা ছিল প্রদীপের মূল কাজ। জেরার মুখে সিং প্রসন্ন রায়ের নাম জানান প্রদীপ। শুক্রবার সন্ধ্যায় সিবিআইয়ের গোয়েন্দারা প্রসন্ন রায়কে নিজাম প্যালেস অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের মুখে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন তিনি। এর পরেই তাঁকে হেফাজতে নেন সিবিআইয়ের গোয়েন্দারা। আরও পড়ুন: West Bengal TET Scam: টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য পুলিশ
বহু কোটি টাকা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল ডব্লিউবিএসএসসি-র স্ক্রিনিং কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা, কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহাকে। দু'জনেই বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। গত মাসে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে একই মামলায় গ্রেফতার করেছিল।