কলকাতা, ২৬ অগাস্ট: নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে টেট (TET) দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। তাঁর বিরুদ্ধে গতকালই লুক আউট নোটিশ (Look Out Notice) জারি করেছে সিবিআই (CBI)। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের বিধায়ক হিসেবে পাওয়া নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। শুক্রবার সকালেই রাজ্য পুলিশ সূত্রে এই নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মানিকের ফোন সুইচড অফ ছিল, কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি বলে দাবি সিবিআই সূত্রে। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইডিও। গতকাল মানিকের বিরুদ্ধে একটি লুক আউট নোটিশ জারি করে সিবিআই। মানিক যাতে দেশের বাইরে যেতে না পারেন, সেই জন্য এই লুক আউট নোটিশ। আরও পড়ুন: Mamata Banerjee: সব কিছুর উপরে বিশ্বাস হারিয়ে ফেলা মানুষ বিচার ব্যবস্থাকে গুরুত্ব দেয়, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
তবে লুক আউট নোটিশ জারির পর খোঁজ পাওয়া যায় মানিকের। তিনি দাবি করেন, কোনও সংস্থা তাঁর বিরুদ্ধে কোনও অর্ডার করেনি। তিনি আরও বলেন, "আমার কাছে যা নির্দেশ এসেছিল তা আমি পুঙ্খানুপুঙ্খ পালন করেছি। এতে কোনও সমস্যা নেই। কোনও অথরিটি আমার বিরুদ্ধে কোনও অর্ডার করেননি।"