WBBSE Madhyamik 2020 dates: ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, জানুন বিস্তারিত পরীক্ষাসূচি
মাধ্যমিক ২০২০-র পরীক্ষা সূচি ঘোষিত। (Representational Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৬ জুন: প্রকাশিত হল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি (WBBSE Madhyamik 2020)। আজ, সোমবার WBBSE Madhyamik 2020-র পরীক্ষা সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ((WBBSE)। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিনেই আগামী বছরের পরীক্ষা সূচি ঘোষণা করা হয়। কিন্তু এবার সেটা ফলপ্রকাশের বেশ কিছুটা দিন পরে করা হল।

গত ২১ মে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ২০১৯-এর ফলাফল। ১৮ ফেব্রুয়ারি, ২০২০ সালে প্রথম ভাষার পরীক্ষার দিয়ে শুরু হবে মাধ্যমিক। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি, ঐচ্ছিক বিষয় দিয়ে। আরও পড়ুন- WBBSE Madhyamik 2019-এর ফলাফল ঘোষিত, এবার ভর্তির প্রক্রিয়া শুরু-- কী কী ডকুমেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে- রইল তালিকা

এক নজরে ২০২০ মাধ্যমিক পরীক্ষাসূচি

১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- প্রথম ভাষা

১৯ ফেব্রুয়ারি (বুধবার)- দ্বিতীয় ভাষা

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ভূগোল

২২ ফেব্রুয়ারি (শনিবার)- ইতিহাস

২৪ ফেব্রুয়ারি (সোমবার)- অঙ্ক

২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার)- ভৌত বিজ্ঞান

২৬ ফেব্রুয়ারি (বুধবার)- জীবন বিজ্ঞান

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)- ঐচ্ছিক বিষয়

গত ২১ মে, মাধ্যমিক ২০১৯ (WBBSE Madhyamik 2019)-এর ফলাফল ঘোষিত হয়। এবার মাধ্যমিকে পাশের হার আগের সব রেকর্ডকে ছাপিয়ে যায়। এবার মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.০৭ %। পর্ষদের ইতিহাসে যা সর্বোচ্চ ভিন্নভাবে সক্ষম পরীক্ষার্থীদের পাশের হার ৯৪.৫৯। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সর্বাধিক(৯৬%)। সেখানে কলকাতায় পাশের হার ৯২.১৩ শতাংশ। রাজ্যের মধ্যে সাফল্যের হারে কলকাতা দ্বিতীয় স্থানে। মোট ১০ লক্ষ ৫০হাজার ৩৯৭জন ছাত্রছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ছাত্রীদের পাশের হার ৮৩.৮৭ শতাংশ, ছাত্রদের পাশের হার ৭৯.৮৯ শতাংশ।