কলকাতা, ২১ মে: ঘোষিত হল মাধ্যমিক পরীক্ষা (WBBSE 10th Madhyamik Result 2019)-র ফলাফল। এবার মাধ্যমিক পরীক্ষায় পাশের হার আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেল। এবার মাধ্যমিকে পাশের হার ৮৬.০৭ শতাংশ। পর্ষদের ইতিহাসে যা সর্বোচ্চ। প্রসঙ্গত, গত বছর মাধ্যমিকে পাশের হার ছিল ৮৫.৪৯%। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকে বসা রাজ্যের দশ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে সাংবাদিক সম্মেলন হল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর অফিসে। সকাল ১০টা থেকে wbse.org, wb.results.nic.in-ওয়েবসাইটগুলির মাধ্যমে জানা যাবে ফলাফল। পর্ষদ (WBBSE)-এর নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে সকাল ১০ টায় মার্কশিট ও অন্যান্য সার্টিফিকেট দেওয়া শুরু করবে।
ছাত্রছাত্রীরা তাঁদের স্কুল থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। wbse.org, wb.results.nic.in-ওয়েবসাইটের পাশাপাশি আরও কিছু ওয়েবসাইটেও জানা যাচ্ছে ফলাফল। SMS-করেও জানতে পারা যাচ্ছে ফলাফল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhymik Examination) শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার ৮৮দিনের মাথায় ফলপ্রকাশ হল। ৭০০-র মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হলেন পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র সৌগত দাস।
কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন ফল ( Websites to Check WBBSE 10th Madhyamik Result 2019)
- wbse.org
- wbbse.org
- wbresults.nic.in
- wb.allresults.nic.in
- examresults.net
কীভাবে জানবেন মাধ্যমিকের ফলাফল
WBBSE-র সরকারী ওয়েবসাইটে যান- wbbse.org, wbresults.nic.in।
ক্লিক করুন WBBSE class 10 Madhyamik result 2019-র নামের এই লিঙ্কে।
WBBSE অ্যাডমিট কার্ডে থাকা প্রয়োজনীয় তথ্য দিন
আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ দিন।
এবার কম্পিউটার স্ক্রিনে এসে যাবে ফলাফল।
যেভাবে SMS-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল (Check WBBSE 10th Madhyamik Result 2019 via SMS)
মাধ্যমিক ২০১৯ (WBBSE 10th Madyamik result 2019)-এর ফলাফল SMS-র মাধ্যমেও জানা যাবে। পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যেভাবে তাদের ফলাফল মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন তা হল- WB10,তারপর লিখতে হবে রোল নম্বর এবং তারপর পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এরপরেই ফোনের ম্যাসেজ বক্সে চলে আসবে ফলাফল। রেজাল্ট বেরানোর পর SMS-এ ফল জানতে www.exametc.com-এ মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করতে। পাশাপাশি Google Play store থেকে ডাউনলোড করতে পারেন Madhyamik Result 2019 বা www.result.shiksha অ্যাপগুলি।
চলতি বছর মাধ্যমিকে মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ৫০ হাজার ৩৫৭ জন। মাধ্যমিকের পরেই ২৭ মে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক (West Bengal Higher Secondary Result 2019)-এর ফল। ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জুনে প্রকাশিত হয়েছিল। এবার মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। তবে সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেন। ছাত্রীদের পাশের হার গতবারের থেকে এক শতাংশ বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এবারও সাফল্যের হার সবচেয়ে বেশি। এই তালিকায় কলকাতা আছে দু নম্বরে।