বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই শুরু হয়েছিল বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে তবে ভেসে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশ।তবে পিছিয়ে নেই উত্তরবঙ্গ। উত্তর থেকে দক্ষিণ, বর্ষণ চলছে দু’দিকেই। তবে সকাল থেকে আকাশ দেখে বোঝা যাচ্ছে শুক্রবারও বজায় থাকবে সেই একই ধারা। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে (Weather Update)। পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার নয়, আগামী কয়েকদিন ধরেই চলবে বৃষ্টি। বাংলার উপর নিম্নচাপের প্রভাবে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
Heavy to very heavy rainfall activity over South Bengal. pic.twitter.com/M37jo6VZ1h
— IMD Kolkata (@ImdKolkata) August 23, 2024
আলিপুর হাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস বলছে মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশেও। যার জেরে আগামীকাল আবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (Rainfall Alert) রয়েছে বলে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে নিম্নচাপের জেরে উত্তাল হতে পারে সমুদ্র। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আগামী ২৮ আগস্ট অবধি বৃষ্টিপাতের এই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।