ঘূর্ণাবর্তের সঙ্গে মৌসুমী অক্ষরেখার অবস্থানের ফলে দক্ষিণ বঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে। এদিকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকতে পারে।তবে গতকাল সারাদিন বৃষ্টির মুখ দেখলেও আজ কলকাতায় আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শহরে আজও বজ্রপাত সহ হালকা বৃষ্টি জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।গতকাল আলিপুরে ৪৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কলকাতা লাগোয়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও আজ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
অ্যাকুওয়েদার অনুযায়ী আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশের ওপরে থাকবে। এরপর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত শহরে বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি। এরপর বিকেল এবং সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশের ঘরে নেমে আসবে।। রাতে বৃষ্টির সম্ভাবনা তেমন থাকবে না।
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ৩ অগস্ট কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ৪ অগস্ট তিলোত্তমার সর্বোচ্চ পারদ আরও কিছুটা বেড়ে ৩৩ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে। এরপর ৫ অগস্ট শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি থাকতে পারে। এরপর ৬ ও ৭ তারিখ কলকাতার সর্বোচ্চ পারদ ৩১ ডিগ্রি হতে পারে। এই ক'দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।