কলকাতা, ২৬ ডিসেম্বর: ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার (Secondary Exam 2021) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education)। শনিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিকের লিখিত পরীক্ষা চলবে। পরীক্ষার সময় বেলা ১১.৪৫ মিনিট থেকে দুপুর ৩টে পর্যন্ত। ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য সময় পাবেন পরীক্ষার্থীরা।
করোনা মহামারীর কারণে এবার তিনমাস পিছিয়ে ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক পরীক্ষা হবে জুনে। পিছিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। পর্ষদের সূচি অনুযায়ী, আগামী বছর ১ জুন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, হিন্দি-সহ একাধিক প্রথম ভাষার পরীক্ষা ওই দিন হবে। এর পরের দিন দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে। ৩ জুন ভূগোল পরীক্ষা। ৪ জুন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। ৫ জুন হবে ইতিহাস পরীক্ষা। ৬ জুন নেওয়া হবে অঙ্কের পরীক্ষা। ৮ জীবনবিজ্ঞান ও ৯ জুন ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে। ১০ জুন, অর্থাৎ বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা। আরও পড়ুন: Higher Secondary Exam 2021 Schedule: ১৫ জুন থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, দেখে নিন সূচি
উচ্চমাধ্যমিকের নির্ধারিত সূচি বদলাচ্ছে বলে আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী বছরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলার কথা ছিল ৩০ জুন পর্যন্ত। ৩০ জুনের পরীক্ষার সূচিতেই বদলের কথা শনিবার বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ৩০ জুন আদিবাসীদের হুল উৎসব রয়েছে। ওইদিন উচ্চমাধ্যমিকের নির্ধারিত পরীক্ষা হচ্ছে না। কবে পরীক্ষা হবে, তা জানিয়ে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।